November 1, 2025
image_236773_1761948673

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা এসেছে। কিন্তু স্বাধীনতাবিরোধী অপশক্তি এবং ২০২৪ সালের পরাজিত শত্রু ঐক্যবদ্ধভাবে সেই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে গোপালগঞ্জের বড় বাজার পৌর মার্কেট জেলা বিএনপির কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সেলিমুজ্জামান সেলিম বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তির একটি দল চেষ্টা করছে নির্বাচন যেন পিছিয়ে যায় এবং সঠিক সময়ে না হয়। যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজও বাংলাদেশের অগ্রগতির বিরোধিতা করছে। তাদের কাছ থেকে জাতি কোনো ভালো কিছু আশা করতে পারে না।

তিনি আরও বলেন, এখন দেশের প্রয়োজন দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। কারণ দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা—সবকিছুই নির্ভর করছে একটি নির্বাচিত সরকারের ওপর।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্য দিয়ে। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। গণমাধ্যমের স্বাধীনতা, জনগণের মৌলিক অধিকার, নারীর শিক্ষা ও চাকরির সুযোগ সৃষ্টি, মহিলাবিষয়ক অধিদফতর প্রতিষ্ঠা—এসবই বিএনপির উদ্যোগে বাস্তবায়িত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রাফিকুজ্জামান, ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাড. আবুল খায়ের, গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ড্যাবের কেন্দ্রীয় কমিটির তথ্য প্রযুক্তি সম্পাদক ডা. কে এম বাবর আলী, সদস্য অ্যাড. তৌফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহ সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, গোপালগঞ্জ জেলা শ্রমিকদলের সদস্য সচিব মো. আবদুল্লাহ, গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *