কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোশারফ হোসেন তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করলে তা গ্রহণ করা হয়।
১০ দলীয় জোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি একই আসনে জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সোলাইমান খানকে সমর্থন জানিয়েছেন।
এতে এ আসনে প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন চার প্রার্থী। তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ, স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম, ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সোলাইমান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা এহতেশামুল হক।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।