ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু।
দণ্ডপ্রাপ্ত ট্রাক চালকের নাম মিন্টু মণ্ডল (৪০)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু।
দণ্ডপ্রাপ্ত ট্রাক চালকের নাম মিন্টু মণ্ডল (৪০)।
জানা গেছে, স্থানীয় লোকজন এর আগে উপজেলার খোলাহাটি ইউনিয়নের কদমতলী এলাকায় একটি ট্রাকবোঝাই এসব সার আটক করে। পলাশবাড়ীর ডিলারদের বরাদ্দের এসব সার কুড়িগ্রাম পাচার করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
গাইবান্ধার তুলশীঘাট সরকারি গুদাম থেকে ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক কুড়িগ্রামের দিকে যাচ্ছিল।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু বলেন, ৫০ কেজির দুইশ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাক চালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।