পিতার ট্রান্সপোর্ট ব্যবসার ড্রাইভারের হাতে নির্মম ভাবে হত্যার শিকার ৫ বছর বয়সী এক শিশু।
দিল্লির নারেলা এলাকায় মঙ্গলবার এই নৃশংস হত্যার ঘটনা ঘটে। পুলিশের ধারণা ড্রাইভার নিতু প্রতিশোধের জন্য পরিকল্পিতভাবে এ কাজ করেছে।
গালফ নিউজ জানায়, নিহত শিশুর দেহটি অভিযুক্তের ভাড়া বাসায় পাওয়া গেছে। কর্মকর্তারা জানান, শিশুকে ইট এবং ছুরির মাধ্যমে হত্যা করা হয়। অভিযুক্ত নিতু বর্তমানে পলাতক রয়েছে।
ডেপুটি কমিশনার অব পুলিশ) হরেশ্বর স্বামী জানান, নারেলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার থানায় স্থানীয় সময় রাত ৩টা ৩০ মিনিটের দিকে অপহরণের খবর আসে। তদন্তের সময় জানা যায়, শিশুটি ঘটনার দিন বাড়ির বাইরে খেলছিলো। এরপরেই সে অদৃশ্য হয়ে যায়।
পরিবারের সদস্য ও স্থানীয়রা সঙ্গে সঙ্গে শিশুটিকে খোঁজা শুরু করেন। তাদের সবচেয়ে খারাপ আশঙ্কাই সত্যি করে শিশুর নিথর দেহ নিতুর ভাড়া করা ঘরে পাওয়া যায়।
শিশুটির বাবা সাত থেকে আটটি ট্রান্সপোর্ট গাড়ির মালিক। তিনি নিতু এবং ওয়াসিম নামে দুইজন ড্রাইভারকে নিয়োগ করেছিলেন।
পুলিশ জানায়, আগের দিন দুই ড্রাইভার—নিতু ও ওয়াসিম—মাতাল অবস্থায় তর্কে লিপ্ত হয়েছিলেন। বিষয়টি তাদের মালিক পর্যন্ত পৌঁছায়। নিতুকে তার আচরণের জন্য কয়েকবার থাপ্পড় দেন শিশুটির বাবা।
পুলিশ ধারণা করছে, অপমানবোধ থেকে নিতু পরদিন শিশুকে অপহরণ এবং হত্যা করে প্রতিশোধ নিয়ে থাকতে পারে।
উদ্ধারের পর দ্রুত শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এফআইআর দায়ের করা হয়েছে, এবং তদন্ত চলছে।
একাধিক পুলিশ টিম অভিযুক্তকে ধরতে কাজ করছে। প্রযুক্তিগত নজরদারি, স্থানীয় সূত্র এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছেন পুলিশ কর্মকর্তারা।