সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর আহ্বায়ক কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার দলটির কেন্দ্রীয় দপ্তর সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলের কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ৩০ অক্টোবর ঘোষিত রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটি এবং ২৯ নভেম্বর ঘোষিত রাজশাহী জেলা আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। দুই কমিটির বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উক্ত স্থগিতাদেশ বলবৎ থাকবে। সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে এবং লক্ষ্য বাস্তবায়নে এই সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে কেন্দ্রীয় কমিটি।