ভোটকেন্দ্রে যাওয়ার আগে ভোটারদের প্রয়োজনীয় কিছু বিষয় জানা প্রয়োজন।
শুরু হয়েছে নিউ ইয়র্কের মেয়র নির্বাচন। পুরো দেশের নজর এখন বৃহত্তম এই স্টেটের দিকে।
ভোটকেন্দ্রে যাওয়ার আগে ভোটারদের প্রয়োজনীয় কিছু বিষয় জানা প্রয়োজন।
ভোটকেন্দ্রগুলো সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। যদি আপনি রাত ৯টার আগে লাইনে দাঁড়ান তবে আপনি ভোট দেওয়ার সুযোগ পাবেন। সেক্ষেত্রে লাইনে থাকতে পারবেন যতক্ষণ না ভোট দিতে পারেন।
ভোট দিতে যাওয়ার আগে অবশ্যই আপনার ভোটকেন্দ্র কোথায় তা জেনে নিন। কারণ নির্বাচনের সময় ভোটকেন্দ্র বদলাতে পারে।
ভোটকেন্দ্র জানতে এখানে ক্লিক করতে পারেন।
আর যদি আপনি নিশ্চিত না হতে পারেন যে আপনি ভোটার হিসেবে নিবন্ধিত কিনা, তাহলে বোর্ড অফ ইলেকশনের ভোটার অনুসন্ধান পেজে গিয়ে খোঁজ নিতে পারেন।
ভোটকেন্দ্র বা ভোটকর্মী সংক্রান্ত কোনো সমস্যা সমাধানে (৮৬৬) ৮৬৮-৩৬৯২ নম্বরে কল করেও জানতে পারেন।
নিউ জার্সি
গভর্নর নির্বাচনের জন্য নিউ জার্সির ভোটকেন্দ্রগুলো সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
ভোটাররা এখানে ক্লিক করে নিজেদের ভোটকেন্দ্রের অবস্থান জানতে পারবেন।
এছাড়া ভোটার নিবন্ধনের তথ্য দেখতে নিউ জার্সি ভোটার ইনফরমেশন পোর্টাল-এ ভিজিট করতে পারেন।
ভোট দেওয়া বা ভোটকেন্দ্রে কোনো সমস্যা হলে, নিউ জার্সি ভোটার ইনফরমেশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্স লাইনে ফোন করতে পারবেন বাসিন্দারা।
১-৮৭৭-এনজেভোটার (১-৮৭৭-৬৫৮-৬৮৩৭)।
