November 5, 2025
tbn24-20251105021039-692-spanbeger elected governor

প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের বড় প্রভাব পড়েছে ভার্জিনিয়ায়, যে স্টেইটে বসবাস হাজারো ফেডারেল কর্মী ও নামী সরকারি ঠিকাদারি করা প্রতিষ্ঠানগুলো।

ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী অ্যাবিগেইল স্প্যানবার্গারের জয়ের খবর দিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

রয়টার্স জানায়, ওয়াশিংটন ডিসিতে ধুঁকতে থাকা এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিপরীতে যথাযথ প্রতিক্রিয়ার পথ পেতে হিমশিম খাওয়া দলের জন্য অত্যন্ত দরকারি ছিল স্প্যানবার্গারের এ জয়।

বার্তা সংস্থাটি জানায়, কংগ্রেসের সাবেক সদস্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রাক্তন কর্মকর্তা স্প্যানবার্গার মধ্যমপন্থি হিসেবে নির্বাচনে লড়েন। তিনি হবেন দক্ষিণাঞ্চলীয় স্টেইটটির প্রথম নারী গভর্নর।

রিপাবলিকান পার্টির প্রার্থী উইনসাম আর্ল-সিয়ার্সকে হারিয়ে গভর্নরের পদে আসীন হবেন স্প্যানবার্গার।

প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের বড় প্রভাব পড়েছে ভার্জিনিয়ায়, যে স্টেইটে বসবাস হাজারো ফেডারেল কর্মী ও নামী সরকারি ঠিকাদারি করা প্রতিষ্ঠানগুলো।

স্প্যানবার্গারের এ জয় স্টেইটে জয়ের একটি প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রেখেছে। স্টেইটে ১৯৭৭ সালের পর মাত্র একবার প্রেসিডেন্টের পার্টির প্রার্থী গভর্নর হন। অন্যান্য গভর্নর নির্বাচনগুলোতে বিরোধী দলের প্রার্থীরা জয়ী হন গভর্নর হিসেবে।

ভার্জিনিয়ার বর্তমান গভর্নর রিপাবলিকান গ্লেন ইয়ংকিন, যিনি চার বছর আগে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের মহামারিকালীন নীতির বিরোধিতা করে জয়ী হন।

বিজয়ী হিসেবে দেওয়া বক্তব্যে উজ্জ্বল লাল রঙের স্যুট পর স্প্যানবার্গার বলেন, ভার্জিনিয়াবাসী একটি বার্তা দিয়েছে। তারা গোটা বিশ্বকে এ বার্তা দিয়েছে যে, ভার্জিনিয়া দলীয় পক্ষপাতিত্বের পরিবর্তে বাস্তববাদকে বেছে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *