প্রায় ৪০ বছর ধরে সান ফ্রান্সিসকোর প্রতিনিধিত্ব করে আসছেন পেলোসি, যিনি বৃহস্পতিবার তার সিদ্ধান্তের কথা জানান।
কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে আইনপ্রণেতা হতে আর লড়বেন না স্পিকার ইমেরিটা ন্যান্সি পেলোসি।
এর মধ্য দিয়ে হাউসের প্রথম নারী স্পিকার হিসেবে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস-এপি জানায়, প্রায় ৪০ বছর ধরে সান ফ্রান্সিসকোর প্রতিনিধিত্ব করে আসছেন পেলোসি, যিনি বৃহস্পতিবার তার সিদ্ধান্তের কথা জানান।
ভোটারদের উদ্দেশে দেওয়া ভিডিও ভাষণে পেলোসি বলেন, ‘কংগ্রেসে পুনর্নির্বাচনে অংশ নেব না আমি।’
পেলোসি জানান, কংগ্রেসে শেষ বছর পূর্ণ করবেন তিনি।
সান ফ্রান্সিসকোবাসীর উদ্দেশে হাউসের স্পিকার ইমেরিটা বলেন, ‘আমার প্রিয় শহরের প্রতি আমার বার্তা হলো তোমার ক্ষমতা জানো, সান ফ্রান্সিসকো।
‘আমরা ইতিহাস রচনা করেছি। আমরা অগ্রগতি অর্জন করেছি। আমরা সবসময় এগিয়ে থেকেছি।’
ক্যালিফোর্নিয়ায় আসন পুনর্বিন্যাস প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ৮৫ বছর বয়সী পেলোসি। চলতি সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির ইতিবাচক প্রত্যাবর্তনেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
কংগ্রেস ক্যারিয়ারে পেলোসির ইতি টানার খবরে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ইতিহাসে হাউসের অন্যতম সেরা স্পিকার হিসেবে বেঁচে থাকবেন পেলোসি।
ট্রাম্পের প্রতিক্রিয়া
পেলোসির কংগ্রেস থেকে বিদায় নেওয়ার পরিকল্পনা শুনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাকে ‘দুষ্ট নারী’ হিসেবে আখ্যা দেন।
হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প রিপোর্টারদের বলেন, ‘আমি মনে করি, তিনি একজন দুষ্ট নারী, যার পারফরম্যান্স শোচনীয়, যার জন্য দেশের ক্ষতি বইতে হয়েছে এবং সম্মানহানি হয়েছে। আমি মনে করি, তিনি ছিলেন ভয়াবহ।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি মনে করি, অবসরের মাধ্যমে তিনি দেশকে মহান সেবা দিতে পারেন। আমি মনে করি, তিনি দেশের জন্য ছিলেন বিশাল দায়।’
