চালকের নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি সড়ক থেকে উল্টে যায় এবং হাইওয়ের পাশে একটি হ্রদে পড়ে যায়। ঘটনাস্থলেই ছয় জন অভিবাসী মারা যান।
পুলিশের ধাওয়া আর পালানোর চেষ্টা রূপ নিল ভয়াবহ ট্র্যাজেডিতে। বুলগেরিয়ার পূর্বাঞ্চলীয় ব্ল্যাক সি উপকূলের কাছে পুলিশের ধাওয়ায় ৯ জন অবৈধ অভিবাসীসহ একটি ভ্যান দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, বৃহস্পতিবার মধ্যরাতের কিছু আগে বুরগাস শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে ৬ জন অবৈধ অভিবাসী নিহত হন।
বর্ডার পুলিশ চিফ আন্টন জ্লাতানোভ সংবাদ সম্মেলনে জানান, পুলিশ রোমানিয়ান রেজিস্ট্রেশন প্লেটযুক্ত ভ্যানটি থামানোর চেষ্টা করে।
তিনি আরও জানিয়েছেন, ভ্যানের চালক বারবার পুলিশের নির্দেশ অমান্য করেছিলেন এবং শেষ পর্যন্ত পুলিশের বসানো স্পাইক স্ট্রিপ এড়াতে চেষ্টা করেন। এর ফলে চালকের নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি সড়ক থেকে উল্টে যায় এবং হাইওয়ের পাশে একটি হ্রদে পড়ে যায়। ঘটনাস্থলেই ছয় জন অভিবাসী মারা যান।
আহত চালকসহ আরও চারজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী নিহত অভিবাসীরা আফগানিস্তানের নাগরিক ছিলেন।
৬৫ লক্ষ জনসংখ্যার বলকান দেশ বুলগেরিয়া মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তান থেকে ইউরোপে যাওয়ার জন্য অভিবাসীদের জন্য প্রধান রুট। এসব অভিবাসীদের খুব কম সংখ্যকই ইইউর দরিদ্রতম সদস্য দেশটিতে থাকার পরিকল্পনা করে। মূলত তারা পশ্চিমা দেশগুলোতে পাড়ি দিতে বুলগেরিয়াকে ট্রানজিট করিডোর হিসেবে ব্যবহার করে থাকে।
জ্লাতানোভ জানান, গত দুই বছরে অভিবাসী পাচারের সাথে জড়িত ২০টি সংগঠিত অপরাধী গ্রুপ নিষ্ক্রিয় করা হয়েছে।
শূন্য অভিবাসন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা গত বছরের তুলনায় অভিবাসী চাপ প্রায় ৭০ শতাংশ কমিয়ে আনতে সক্ষম হয়েছি।’
