‘শেখ হাসিনা উদারচেতা, অবিভক্ত বাংলার ঐতিহ্য রক্ষার কাজ করে এসেছেন’, মন্তব্য শুভেন্দু অধিকারীর।
মতিউর রহমান নিজামী। উগ্র-মৌলবাদী সংগঠন জামাত-ই-ইসলামির শীর্ষ নেতা। যার বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে মদতের মতো গুরুতর অভিযোগ। চারশোর উপরে খুন এবং তিরিশ থেকে চল্লিশ জন মহিলাকে ধর্ষণ। পাবনায় কম করে তিরিশ জনকে খুনের নির্দেশ-সহ নির্বিচারে বুদ্ধিজীবী হত্যার মতো অপরাধে দোষী নিজামীকে ফাঁসির মঞ্চে তোলেন শেখ হাসিনা।
দু’হাজার ষোলো সালের এগারো মে, ঢাকার সেন্ট্রাল জেলে কার্যকর হয় নিজামীর মৃত্যুদণ্ড। যে আইনে জামাত নেতার ফাঁসি হয়, সেই একই আইনে শেখা হাসিনাকে সাজা শুনিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালত। যার চরম বিরোধিতা করেন শুভেন্দু অধিকারী। শেখ হাসিনার ফাঁসির সাজা নিয়ে প্রশ্নে রাখঢাক না রেখেই জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সূত্র: আনন্দ বাজার