কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে শনিবার বিকেলে বাজিতপুর শহরে সশস্ত্র মিছিল অনুষ্ঠিত হয়। যদিও তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নন, বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শহর প্রদক্ষিণের সময় সৈয়দ এহসানুল হুদা মোটরসাইকেলে ছিলেন এবং তার সামনে-পেছনে শতাধিক কর্মী-সমর্থক লাঠিসোঁটা, দা, বল্লম ও তলোয়ারসহ দেশীয় অস্ত্র প্রদর্শন করেন। স্থানীয়দের দাবি, এই সশস্ত্র মিছিলে আওয়ামী লীগের কর্মীদের উপস্থিতিও বেশি ছিল।
রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে বাজিতপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি এবং বিপুল দেশীয় অস্ত্রসহ ২২ জনকে আটক করে। স্থানীয় সূত্র জানায়, আটক সবাই সৈয়দ এহসানুল হুদার সমর্থক।
বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্রসহ ২২ জনকে আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।