December 1, 2025, 8:35 pm
সর্বশেষ সংবাদ:
সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি: অনেক প্রতিষ্ঠানে হচ্ছে না বার্ষিক পরীক্ষা সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের জেলা আমির জনগণের সঙ্গে নয়, ইউনূস ‘আঁতাত’ করেছেন আন্তর্জাতিক শক্তির সঙ্গে: ফরহাদ মজহার মানিকগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ল জুলাই স্মৃতিস্তম্ভ ‘কোনো প্রশ্ন নেই, রোহিত-কোহলি বিশ্বকাপের জায়গা নিশ্চিত করেছে’ লেবার এমপি টিউলিপের কারাদণ্ডের খবর ব্রিটিশ গণমাধ্যমে জুলাই শহীদ পরিবারের জন্য ১৫৬০টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পসহ ১৮ প্রকল্প অনুমোদন খালেদা জিয়ার চিকিৎসায় চীনের মেডিকেল টিম এভারকেয়ারে ব্যর্থ হলে ইন্টেরিম সরকারকে ইতিহাস ক্ষমা করবে না : মামুনুল হক তারেক রহমানকে দেশে আনার জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হবে: আসিফ নজরুল

সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি: অনেক প্রতিষ্ঠানে হচ্ছে না বার্ষিক পরীক্ষা

Reporter Name
  • Update Time : Monday, December 1, 2025
  • 4 Time View

নিউজ ডেস্ক:
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রবেশ পদ সহকারী শিক্ষক পদটি বিসিএস ক্যাডারভুক্ত করাসহ চার দফা দাবিতে আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। কর্মসূচির অংশ হিসেবে তারা গত ২৪ নভেম্বর শুরু হওয়া বার্ষিক পরীক্ষাও বন্ধ রাখবেন।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে ঘোষিত এ কর্মসূচি সারাদেশের অনেক প্রতিষ্ঠানে পালিতও হচ্ছে। ফলে আজ ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়েই বার্ষিক পরীক্ষা হচ্ছে না বলে খবর পাওয়া যাচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠান আগেই নোটিশ দিয়ে পরীক্ষা স্থগিতের কথা জানিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা কলেজিয়েট স্কুল গতকালই নোটিশ দিয়ে আজকের পরীক্ষার না নেওয়ার কথা জানায়। সকালে খুলনায় অবস্থিত সরকারি করোনেশন গার্লস হাইস্কুলের একজন শিক্ষক গণমাধ্যমকে জানান তাদের বিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে না। রাজধানীর গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়েও আজকের বার্ষিক পরীক্ষা হয়নি। নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সিগঞ্জের লৌহজং সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খুলনার সরকারি করোনেশন বালিকা উচ্চ বিদ্যালয় এবং পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়েও কর্মবিরতি পালনের তথ্য পেয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস।

এভাবে চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা, রংপুরসহ বিভিন্ন বিভাগের অনেক প্রতিষ্ঠানেই পরীক্ষা হচ্ছেনা বলে দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধিরা জানিয়েছেন। চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের মাধ্যমিক সরকারি বিদ্যালয় রয়েছে ৭টি। সবগুলোতেই কর্মবিরতি পালিত হচ্ছে।

আরও পড়ুন: সরকারি মাধ্যমিক শিক্ষকদের পূর্ণ কর্মবিরতি শুরু আজ, বন্ধ বার্ষিক পরীক্ষাও

এর আগে, গতকাল (রবিবার) বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নেতারা গণমাধ্যমকে জানান, সরকার যদি তাদের দাবি পূরণ করে তাহলে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার অবশিষ্ট পরীক্ষাগুলো নেবেন এবং ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করবেন; কিন্তু দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে।

মাধ্যমিক শিক্ষকদের চার দফা দাবিগুলো হলো- সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’-এর গেজেট প্রকাশ, বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া এবং ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন-সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।

এ বিষয়ে গতকাল (রবিবার) সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিনের পেশাগত মর্যাদা ও বেতন-ভাতাসংক্রান্ত চার দফা দাবির বিষয়ে আজ (রবিবার) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে শিক্ষকরা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন; কিন্তু দাবিগুলো না মানায় আজ থেকে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com