বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত পরিস্থিতি নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
ডা. জাহিদ বলেন, ২৭ নভেম্বর থেকে সিসিইউতে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। বিভিন্ন গুজব, বিভিন্ন বক্তব্য দেখার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তদারকি করছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করছেন।
তিনি আরও বলেন, আজ যুক্তরাজ্য থেকে থেকে চিকিৎসকরা আসবেন, তারপর বোর্ড সিদ্ধান্ত নেবে দেশের বাইরে পাঠানোর বিষয়ে। তারা যদি দেশের বাইরে নিতে বলে, সব ধরনের প্রস্তুতি নেয়া আছে। মেডিকেল বোর্ডের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই।
সংবাদ সম্মেলনে এক সময় কান্নায় ভেঙে পড়ে ডা. জাহিদ জানান, এ যাত্রায়ও সবার ভালোবাসা, সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন