রাজধানীর মিরপুর-১ নম্বর মোড়ে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সুমন মিয়া নামে ফুটপাতের এক দোকানি আহত হয়েছেন। শনিবার বিকেলে এই ঘটনা ঘটে।
শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, কোনো ভবন থেকে ফুটপাতে ককটেলটি নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এটি বিস্ফোরিত হয়ে ফুটপাতের গহনা সামগ্রী বিক্রেতা সুমন মিয়া আহত হন। ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীকে চিহ্নিত করতে সেগুলো বিশ্লেষণ করছে পুলিশ।