গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যুক্তরাজ্য শাখার উদ্যোগে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে গত ১৭ জানুয়ারি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধর্মীয় ফ্যাসিবাদবিরোধী বাম গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট–যুক্তরাজ্যের আহ্বায়ক শাহরিয়ার বিন আলী। সূচনা বক্তব্য রাখেন ড. আখতার সোবহান খান মাসরুর।
এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শামীম আহমেদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি–যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির সভাপতি আবেদ আলী আবিদ, ব্রিটেনের সোশালিস্ট পার্টির নেতা হুগো পিয়েরে, মর্নিং স্টার পত্রিকার ক্যাম্পেইন ম্যানেজার কেলভিন টাকার, বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল–যুক্তরাজ্যের প্রচার সম্পাদক জয়দ্বীপ রায়, অর্থ সম্পাদক মাহমুদ রিয়াদ, তরুণ গবেষক আলাদিন আহমেদ, গোলাম আকবর মুক্তা, গোপাল দাস, নবীনা নওশাদ শ্রাবণী, মুশফিক নুর মশ ও গৌতম রায় প্রমুখ।
সভার শুরুতে সম্প্রতি প্রয়াত বামপন্থী আন্দোলনের নেত্রী মুক্তিযোদ্ধা হাজেরা সুলতানা এবং যুক্তরাজ্য উদীচীর সাবেক উপদেষ্টা সৈয়দ রকিব আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রান্তিক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, দেশে ধর্মীয় ফ্যাসিবাদ মব সহিংসতা ও ভয়ভীতির পরিবেশ তৈরি করেছে। এই পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সভা থেকে বাংলাদেশে অবিলম্বে ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করার জোরালো দাবি জানানো হয়।