আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে (তেজগাঁও-হাতিরঝিল-শেরেবাংলা নগর) বিএনপি সমর্থিত কোদাল মার্কার প্রার্থী সাইফুল হক তার নির্বাচনি প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কাওরান বাজারের প্রগতি ভবনের সামনে নির্বাচনি জনসভায় তিনি এই কার্যক্রমের সূচনা করেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও কোদাল মার্কার প্রার্থী সাইফুল হক তার বক্তব্যে বলেন, “গত ১৭ বছর ধরে এ দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে। আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ নির্বাচনের মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটাতে হবে। যারা কালো টাকা ও পেশিশক্তি দিয়ে ভোটের বাক্স ভরতে চান ভুলে যান সেসব পুরানো দিনের কথা।”
জনগণকে দেওয়া বিশেষ প্রতিশ্রুতিতে তিনি বলেন, “নির্বাচিত হলে আমি প্রতি ছয় মাস অন্তর প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষকে নিয়ে গণশুনানি করবো। সরাসরি মানুষের সুখ-দুঃখের কথা শুনে তৃণমূল থেকে প্রতিকারের ব্যবস্থা নেওয়া হবে।”
সাইফুল হক বলেন, ঢাকা-১২ আসন বর্তমানে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের কারণে নিরাপত্তাহীন হয়ে পড়েছে। যারা সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত, আগামী নির্বাচনে এই আসনের সচেতন জনগণ তাদের উপযুক্ত জবাব দেবে। আগামী নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ মাইলফলক।
বক্তব্যের শুরুতে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
ঢাকা-১২ আসনের প্রধান সমন্বয়কারী ও সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিএনপি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য দেন ঢাকা মহানগর বিএনপির সদস্য আলহাজ এল রহমান, যুগ্ম সমন্বয়কারী আকবর খান, নারীনেত্রী বহ্নিশিখা জামালী, ড. মোশরেকা অদিতি হক এবং তেজগাঁও ও হাতিরঝিল থানা বিএনপির শীর্ষ নেতারা।
সমাবেশ শেষে একটি বিশাল প্রচার মিছিল কারওয়ান বাজার ও নাখালপাড়া এলাকা প্রদক্ষিণ করে নাবিস্কো মোড়ে গিয়ে শেষ হয়।