দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর আসন্ন নির্বাচনে নতুন সমীকরণ ও সম্প্রীতির বার্তা নিয়ে প্রচারে নামলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে ঠাকুরগাঁওয়ের শোল্টিহরি বাজারের নির্বাচনি পথসভায় তিনি সাফ জানিয়ে দিলেন, শেখ হাসিনা দেশ ছাড়লেও আওয়ামী লীগের যে সব সাধারণ কর্মী কোনো অন্যায় করেননি, তাদের পাশে দাঁড়াবে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, হাসিনা তো ভারতে চলে গিয়েছেন। কিন্তু দলের পুরনো কর্মীদের কেন বিপদে ফেলে গেলেন? আমরা স্পষ্ট বলতে চাই- যারা অপরাধী, তাদের শাস্তি হবে। কিন্তু যারা নির্দোষ, তাদের ভয় নেই। আমরা তাদের রক্ষা করব।
৭৮ বছরের এই বর্ষীয়ান নেতা এদিন তার ভাষণে বারবার নিজেকে ‘এলাকার সন্তান’ হিসেবে তুলে ধরেন। বার্ধক্যকে জয় করে তিনি যে এখনো এলাকার উন্নয়নে সচল, সে কথাও মনে করিয়ে দেন ভোটারদের। ধর্মীয় বিভাজনের রাজনীতির কড়া সমালোচনা করে তিনি বলেন, কিছু লোক আজ আমাদের ভাগ করতে চাইছে। কিন্তু হিন্দু-মুসলমান আমরা এ দেশে একে অপরের পরিপূরক। আমরা এই সৌহার্দ্য নষ্ট হতে দেব না। ধানের শীষ জিতলে প্রতিটি ধর্মের মানুষ সমান নিরাপত্তা পাবেন।
এদিন দুপুরেই ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে পৌঁছান বিএনপি মহাসচিব। এরপর দেবীপুর ইউনিয়নের শোল্টিহরি বাজার থেকে গণসংযোগ শুরু করেন তিনি। ১১ মাইল, বৈরাগীহাট, পয়সাফেলা ও মুন্সিরহাট এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষে ভোট দেওয়ার আর্জি জানান মির্জা ফখরুল।