সোমবার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা সদরের সালথা সরকারি কলেজের পাশে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শহীদ জিয়া ও খালেদা জিয়ার হাত ধরেই দেশের সব ভালো কাজ ও সংস্কার হয়েছে। ভবিষ্যতে তারেক রহমানের হাত ধরে হবে।
শামা ওবায়েদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশের ও গণতন্ত্রের ভবিষ্যৎ। দীর্ঘ ১৭ বছর পর সুযোগ এসেছে ভোট দেওয়ার। ভোটের মাধ্যমে সবাইকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
তিনি বলেন, সালথায় এখনো কাঁচা রাস্তা। এই রাস্তা দিয়ে আমাদের মা-বোন ও মুরুব্বিরা কষ্ট করে চলাফেরা করেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যদি আমরা সংসদে যেতে পারি, তাহলে সালথাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। মা-বোনদের চিকিৎসার জন্য ঢাকায় যেতে হবে না। সালথা ও নগরকান্দাতে উন্নত মানের হাসপাতাল করা হবে। ভাই-বোনরা যাতে চাকরি করতে পারে, সেজন্য মিল-কারখানা হবে।
বিএনপির এই নেত্রী বলেন, আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সারাজীবন আলেম-ওলামাদের সম্মান দিয়েছেন। মাদরাসা-মসজিদে সহায়তা করেছেন। আমিও সংসদে যেতে পারলে মাদরাসাগুলোর উন্নয়ন ও এমপিওভুক্ত করার চেষ্টা করব। বিএনপির পতাকাতলে আলেম-ওলামাসহ সকল ধর্ম ও মতের মানুষ নিরাপদ।
সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান হাবিব, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, এনায়েত হোসেন, মিরান হোসেন, ছাত্রদল নেতা সাইফুল আলম, রেজাউল ইসলাম রাজ প্রমুখ।