দীর্ঘ ২১ বছর পর গাজীপুরে এসে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১১টা ৩৫ মিনিটে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠের সমাবেশস্থলে পৌঁছান তিনি। ৫ মিনিট পর তিনি মঞ্চে উঠেন। এ সময় কর্মী সমর্থকরা করতালি ও স্লোগানে তাকে স্বাগত জানান।
মঞ্চে উঠেই হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তিনি। তাঁর আগমন উপলক্ষে নেতাকর্মীদের ঢল নেমেছে গাজীপুরে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন তারেক রহমান।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ভাওয়াল রাজবাড়ি মাঠ ও শহরের আশপাশের এলাকায় দুপুরের পর থেকেই নেতাকর্মীরা দলীয় প্রতীক ও নানান রঙের ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকে।
জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে বিএনপি এবং অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকে। নেতাকর্মীদের স্লোগান ও পদচারণায় মুখরিত হয়ে ওঠে সভাস্থল।
সন্ধ্যা ৬টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বিকেল ৫টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
গাজীপুর শহরে প্রবেশের সময় রাস্তার দুইপাশে দাঁড়িয়ে নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।
বিএনপির চেয়ারম্যানও হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা জানান।