October 13, 2025
67e11c077fa44

ঈদে মুক্তি পাবে সালমান খান অভিনীত নতুন সিনেমা ‘সিকান্দার’। এই সিনেমায় ২৮ বছরের রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধেছেন ৫৯ বছর বয়সী সালমান। সিনেমা মুক্তির আগেই চর্চায় তাঁদের রসায়ন। গতকাল রোববার মুম্বাইয়ে সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন ‘সিকান্দার’-এর শিল্পী ও কলাকুশলীরা। সেখানে রাশমিকার সঙ্গে ৩১ বছর বয়সের ব্যবধান নিয়ে কথা বলেন সালমান। খবর হিন্দুস্তান টাইমসের

গতকাল মুম্বাইয়ে ‘সিকান্দার’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে রাশমিকা ও সিনেমার অন্যান্য কলাকুশলীদের সঙ্গে হাজির ছিলেন সালমান। এসেছিলেন তাঁর বাবা সেলিম খানও।

মঞ্চে কথোপকথনের সময় অল্পবয়সী অভিনেত্রীদের সঙ্গে কাজ করা নিয়ে ট্রলের প্রসঙ্গ টেনে আনেন ‘ভাইজান’ নিজেই। তিনি বলেন, অনেকেই তাঁর ও রাশমিকার ৩১ বছরের বয়সের ব্যবধান নিয়ে প্রশ্ন তুলছেন।
সালমান বলেন, ‘লোকজন আমার আর নায়িকার মধ্যে ৩১ বছরের বয়সের ব্যবধান নিয়ে কথা বলতে ব্যস্ত। তবে নায়িকার যদি কোনো সমস্যা না থাকে, তার বাবারও যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আপনাদের কোথায় সমস্যা ভাই?
যখন ওর বিয়ে হবে এবং ওর মেয়ে হবে, তখন আমিও ওদের সঙ্গেও কাজ করব। মায়ের অনুমতি তো পেয়েই যাব।’

সালমান যখন মজা করে কথাগুলো বলছিলেন, তখন লজ্জায় মুখ লোকাতে দেখা যায় রাশমিকাকে। এদিকে গতকালই এসেছে বহু প্রতীক্ষিত ‘সিকান্দার’-এর ট্রেলার। যেখানে ‘লার্জার দ্যান লাইফ’ রূপে দেখা মিলেছে সুপারস্টারের। অ্যাকশন-প্যাকড ছবিতে দেখানো হয়েছে মুম্বাইয়ের একটি অপরাধী চক্রকে ধ্বংসের গল্প।

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *