October 13, 2025

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে যোগ দেওয়ার পর এতদিন গোলশূন্য ছিলেন মার্কাস রাশফোর্ড। অবশেষে বার্সেলোনার জার্সিতে খাতা খুললেন জোড়া গোল করে। তার নৈপুণ্যে জয় দিয়ে শুরু হলো কাতালান ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগ অভিযান।

বৃহস্পতিবার রাতে সেন্ট জেমস পার্কে নিউক্যাসল ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের ৫৮ মিনিটে জুলেস কুন্দের ক্রসে হেড থেকে দলকে এগিয়ে দেন রাশফোর্ড। কিছুক্ষণ পরই ৬৭ মিনিটে ডান পায়ের জোরালো শটে দ্বিতীয় গোল করেন ইংলিশ ফরোয়ার্ড। শেষ মুহূর্তে অ্যান্থনি গর্ডন নিউক্যাসলের হয়ে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি স্বাগতিকরা। ফলে গ্রুপপর্বের প্রথম ম্যাচ থেকেই পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে বার্সা।

ম্যাচ শেষে রাশফোর্ড বলেন, ‘বার্সেলোনার হয়ে খেলা দুর্দান্ত এক অভিজ্ঞতা। আমি সবসময় এই ক্লাবের ভক্ত ছিলাম। আমাদের লক্ষ্য যতটা সম্ভব শিরোপা জেতা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *