October 13, 2025
Natore-pic

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের নলডাঙ্গায় মাদরাসার নামে সাহায্য তুলতে যাওয়া তিনজনকে মারধর করে চুল কেটে দিয়েছে কয়েকজন ব্যক্তি। শনিবার দুপুরে উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, পাবনা জেলার ফরিদপুর উপজেলার রাহদ নাগধা পাড়া গ্রামের আনোয়ার হোসেন, একই গ্রামের রফিকুল ইসলাম এবং মামুন হোসেন।

নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, চলনবিল আল-জামিয়া মহিলা মাদরাসার নামে রশিদ দেখিয়ে দোকান ও বাড়ি-বাড়ি গিয়ে টাকা তুলছিলেন আনোয়ার, রফিকুল ও মামুন নামে তিন ব্যক্তি।

তিনজনই মাদরাসার হয়ে রশিদের মাধ্যমে চাঁদা আদায় করে সেখান থেকে কমিশন নিয়ে জীবিকা নির্বাহ করেন বলে উল্লেখ করেন ওসি।

এরই একপর্যায়ে শনিবার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে কয়েকজন ব্যক্তি টাকা তোলার বিষয়টি ভুয়া বলে অবহিত করে তাদের আটক করে। এরপর মারধর করে তাদের মাথার চুল কেটে দেয়। এসময় তাদের কাছে থাকা পাঁচ হাজার টাকা এবং হাতে থাকা ঘড়ি নিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে।

এ ঘটনায় রাতেই একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *