October 13, 2025
bb-final-20251008035038

রপ্তানি প্রক্রিয়ায় বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাতে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দেশীয় বীমা কোম্পানির কভারেজের বিপরীতে ওপেন অ্যাকাউন্ট পদ্ধতিতে পণ্য রপ্তানির সুযোগ পাওয়া যাবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংকগুলো স্থানীয় বীমা কোম্পানি থেকে পেমেন্ট আন্ডারটেকিং বা পেমেন্ট রিস্ক কভারেজ গ্রহণ করতে পারবে। এতদিন পর্যন্ত এই সুবিধা কেবল বিদেশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পেমেন্ট গ্যারান্টির মাধ্যমেই সীমাবদ্ধ ছিলো।নতুন নির্দেশনা অনুযায়ী, দেশীয় বীমা কোম্পানির ইস্যুকৃত বৈদেশিক মুদ্রাভিত্তিক বীমা পলিসির আওতায় ওপেন অ্যাকাউন্টে রপ্তানি করা যাবে। তবে রপ্তানি আয় দেশে ফেরত না এলে বীমা দাবি বৈদেশিক মুদ্রায় নিষ্পত্তি করতে হবে। প্রয়োজন হলে বীমা কোম্পানিগুলো বিদেশি প্রতিষ্ঠান থেকে পুনর্বীমা (রিইনশিওরেন্স) নিতে পারবে—তাদের নিজস্ব নিয়ন্ত্রক কাঠামোর আওতায়।

এছাড়া, স্থানীয় বীমা কভারেজের ভিত্তিতে ব্যাংকগুলো রপ্তানিকৃত পণ্যের বিপরীতে অর্থায়ন বা পোস্ট-শিপমেন্ট ফাইন্যান্সিং সুবিধাও দিতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের এ পদক্ষেপে রপ্তানিকারকরা মনে করছেন, এই নীতিগত পরিবর্তন বিদেশি প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাবে। একইসঙ্গে বাণিজ্যিক অর্থায়নে নমনীয়তা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক বাজারে দেশের রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতা আরও জোরদার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *