October 18, 2025
tbn24-20251017222642-4298-nyc vote

আহনাফ আলম বলেন, ‘২৪ অক্টোবরের মধ্যে আপনাকে ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এটা দুইটা প্রক্রিয়া আছে।’

আগামী ৪ নভেম্বর নিউ ইয়র্ক সিটিতে হতে যাচ্ছে মেয়র নির্বাচনের ভোট।

এতে ডেমোক্র্যাটিক পার্টির জোরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো কিংবা রিপাবলিকান পার্টির কার্টিস স্লিওয়ার মধ্যে যে কাউকে বেছে নিতে করতে হবে রেজিস্ট্রেশন বা নিবন্ধণ। আর সে কাজের জন্য বাকি আছে আর কয়েকটা দিন।

নিউ ইয়র্ক সিটি নির্বাচনে ভোটারদের নিবন্ধনের তারিখ সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর টিবিএনের সঞ্চালক এহসান জুয়েলকে দিয়েছেন নিউ অ্যামেরিকান ডেমোক্র্যাটিক ক্লাবের এক্সিকিউটিভ ডিরেক্টর আহনাফ আলম।

তিনি বলেন, ‘২৪ অক্টোবরের মধ্যে আপনাকে ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এটা দুইটা প্রক্রিয়া আছে। আপনি যদি চান, অনলাইনে করতে পারেন। অনলাইনে করলে খুব দ্রুত এটা ওদের ডেটাবেইজের সাথে আপডেটেড হবে।

‘আর আপনি যদি বাই মেইলে করতে চান, আমি বলব যে, এনাফ টাইম হাতে নিয়ে আপনারা মেইলটুকু ছাড়বেন যেন ওরা ডেডলাইনের আগে মেইলটুকু পায়।’

আহনাফ আলম বলেন, ‘আরেকটা করতে পারেন যে, আপনি ভোটার রেজিস্ট্রেশনটুকু ফিলআপ করে যদি বোর্ড অব ইলেকশনে গিয়ে ড্রপ করেন, তাহলে আমি বলব যে, এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট এবং সিকিউরড যে আপনার ভোট দিতে পারবেন। আপনার মেইল মিসিং হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।

‘তো যারা এখনও ভোটার রেজিস্ট্রেশন করেননি, কয়েক দিন আগে কিংবা রিসেন্টলি আপনারা সিটিজেন হয়েছেন, অনেকের অ্যাড্রেস চেইঞ্জ হয়েছে। আপনারা চাইলে খুব দ্রুত এ প্রক্রিয়াটুকু সম্পন্ন করতে পারেন।’

কত দিন আগে মেইল পাঠানো উচিত, সে বিষয়ে তিনি বলেন, ‘তিন থেকে পাঁচ দিন হাতে রাখা ভালো। কারণ জানেন যে, আপনি হয়তো মনে করছেন যে, ওরা ঠিক টাইমে পেয়ে যাবে, কিন্তু অনেক সময় যারা পোস্টাল সার্ভিসে কাজ করে, ওদের গাফিলতির জন্য মেইলটুকু অনটাইমে বোর্ড অব ইলেকশনস পায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *