
বিমানবালার সঙ্গে পাইলটদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এ কারণে ককপিটের ধাক্কাকে সম্ভাব্য নিরাপত্তা হুমকি মনে করেছিলেন চালকরা।
বিমানের ক্রুরা ধাক্কা দিচ্ছিলেন ককপিটের দরজায়, কিন্তু বিমানটির পাইলটরা ভেবেছিলেন কেউ একজন জোর করে ঢোকার চেষ্টা করছেন সেখানে। আর সে ভয় থেকে বিমানটিকে জরুরি অবতরণ করান তারা।
স্কাইওয়েস্ট এয়ারলাইন্স পরিচালিত একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।
দ্য নিউ ইয়র্ক পোস্টের বরাতে এনডিটিভি জানায়, সোমবার রাতে নেব্রাস্কায় জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে।
সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, বিমানবালার সঙ্গে পাইলটদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এ কারণে ককপিটের ধাক্কাকে সম্ভাব্য নিরাপত্তা হুমকি মনে করেছিলেন চালকরা।
তাদের ধারণা ছিল, কেউ একজন বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করছে।
সে ধারণার পরিপ্রেক্ষিতে পাইলটরা ৬৪৬৯ ফ্লাইটটিকে ওমাহা এয়ারপোর্টে ফিরিয়ে নেন। এর ৪০ মিনিটেরও কম সময় আগে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশে যাত্রা শুরু করেছিল আকাশযানটি।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এফএএ এক বিবৃতিতে জানায়, নেব্রাস্কার ওমাহার এপলি এয়ারফিল্ডে স্থানীয় সময় সোমবার রাত পৌনে আটটার দিকে নিরাপদে অবতরণ করে স্কাইওয়েস্টের ফ্লাইটটি। পাইলট কেবিন ক্রুদের সঙ্গে যোগাযোগ করতে না পরায় জরুরি পরিস্থিতি ঘোষণা দিয়ে বিমান অবতরণ করানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, অবতরণের পর বিমানটির অভ্যন্তরীণ ফোন ব্যবস্থায় সমস্যা পাওয়া যায়।