November 3, 2025
3

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া তিনজনের একজন গত শুক্রবার সকালে রাজধানীতে ছাত্রলীগের ব্যানারে মিছিলে অংশ নিয়েছিলেন।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতারা হলেন—ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান পার্থ (২০) ও মো. মারুফ মিয়া (২৫)। তারা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।

শনিবার (১ নভেম্বর) ভোররাতে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিন ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান দৈনিক জনকণ্ঠকে তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে রাজধানীর উত্তরায় এক ঝটিকা মিছিলে অংশ নেয় নূর হামীম রুশো। এতে জেলার আরও কয়েকজন নেতাকর্মীও অংশ নেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযান চালিয়ে নূর হামীম রুশোসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ছাত্রলীগ নেতা নূর হামীম রুশো রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন।

ওসি মো. ওবায়দুর রহমান আরও বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *