November 2, 2025
image_236948_1762029657

সময় যখন ফুরিয়ে আসছে, ম্যাচ যখন ড্রয়ের দিকে গড়াচ্ছে—তখনই হাজির সেই মানুষটি ক্রিশ্চিয়ানো রোনালদো। একসময় “ক্লাচ পারফর্মার” নামে যিনি ইউরোপ কাঁপিয়েছেন, এখন সৌদি লিগে একই নাটকীয়তার পুনরাবৃত্তি ঘটাচ্ছেন। শনিবার (০১ নভেম্বর) রোনালদোর শেষ মিনিটের গোলে জয় পেয়েছে আল নাসর।

কিংস কাপ থেকে আল–ইত্তিহাদের কাছে বিদায় নেওয়ার পর দলের সামনে ছিল পুনরুদ্ধারের চ্যালেঞ্জ। কিন্তু রোনালদো নিশ্চিত করলেন জয় দিয়েই পুনরুদ্ধারের শুরু। এ জয়ে লিগে টানা সাত ম্যাচে সাত জয়, সৌদি প্রো লিগের শীর্ষে এখনো অপ্রতিরোধ্য আল–নাসর।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকরা। ষষ্ঠ মিনিটে জোয়াও ফেলিক্সের শট বার ছুঁয়ে ফেরে। কিন্তু ২৫ মিনিটে হঠাৎ করেই পেছনের ফাঁক কাজে লাগিয়ে গোল করে বসে আল–ফাইহা। হাই ডিফেন্সিভ লাইনে ধরা পড়েন আল–নাসরের রক্ষণভাগ, আর সেই সুযোগে জেসন ঠান্ডা মাথায় বল জালে জড়ান।

তবে রোনালদো তখনও চুপ ছিলেন না। সহখেলোয়াড়দের প্রতি চিৎকারে উদ্বুদ্ধ করছিলেন, ছুটছিলেন সামনে–পিছনে। ৩২ মিনিটে মানের পাসে কোমানের গোল বাতিল হয় অফসাইডে। রোনালদো বিরক্তিতে হাত ছুঁড়ে দেন—কিন্তু হাল ছাড়েন না।

৩৭ মিনিটে সেই হতাশার পরেই জ্বলে ওঠে তার চেনা আগুন। ফেলিক্সের দারুণ থ্রু পাসে কোমান ভেদ করেন রক্ষণভাগ, আর রোনালদো নিখুঁত ফিনিশে স্কোরলাইন সমান করে দেন ১–১ এ।

দ্বিতীয়ার্ধে রোনালদো একের পর এক সুযোগ তৈরি করেছেন। দুটি শট অল্পের জন্য বাইরে, ফেলিক্সের দূরপাল্লার শট দারুণভাবে ঠেকান গোলরক্ষক মস্কেরা। ম্যাচ যখন প্রায় ড্রয়ের দিকে, তখনই ইনজুরি টাইমে ভিএআর চেকের পর পেনাল্টি পায় আল–নাসর।

স্টেডিয়াম তখন নিঃশব্দ। সবাই জানে কে নিচ্ছেন কিকটি। রোনালদো পরিচিত ভঙ্গিতে দৌড় নেন, সামান্য থেমে ডান কোণে জোরে শট নেন—গোল! মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। বুক চাপড়ে চিৎকার করে জানান দেন, “আমি এখনো আছি।”

এ জোড়া গোলে চলতি মৌসুমে লিগে রোনালদোর সপ্তম গোল, আর ২০২৫ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা ৩৫। ১০০০ গোলের জাদুকরী মাইলফলক থেকে এখন তিনি মাত্র ৪৮ গোল দূরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *