November 3, 2025
india-champion-6907a57a18e41

নারী ওয়ানডে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো হারমানপ্রীত কৌরের দল।

নাবি মুম্বাইয়ে বাংলাদেশ সময় দুপুর ৩টা নাগাদ হওয়ার কথা ছিল ফাইনালের টস। বৃষ্টিজনিত কারণে নির্ধারিত সময়ে টস করা যায়নি।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে ভারত। ওপেনিং জুটিতে আসে ১০৪ রান। এরপর স্মৃতি মান্ধানা ৪৫ ও শেফালি ভার্মা ফেরেন ৮৭ রান করে। এরপর দিপ্তি শর্মার ফিফটি (৫৮ বলে ৫৮) আর রিচা ঘোষের ক্যামিওর (২৪ বলে ৩৪) কল্যাণে ৭ উইকেটে ২৯৮ রান তোলে স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকার পক্ষে আয়াবঙ্গা খাকা নেন তিন উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৬২ রানে ২ উইকেট হারায় প্রোটিয়ারা। ২৩ রানে ফেরেন তাজমিন আর শূন্য রানে আন্নিকে বশ। ২৫ রানে ক্যাচ আউটের ফাঁদে পড়েন সুনে লুস। টিকতে পারেননি ম্যারিজেন ও জ্যাফটা।

তবে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে জয়ের ব্যবধান কমাতে থাকেন লরা ভলভার্ট। তবে ৯৮ বলে ১০১ রান করে দিপ্তির বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। সেমিফাইনালেও এই প্রোটিয়া ব্যাটার সেঞ্চুরি করেছিলেন।

লরা ফেরার পর দক্ষিণ আফ্রিকার যেন সব আশা শেষ হয়ে যায়। দীপ্তি শর্মার ফাইফারে আর বেশি দূর এগোতে পারেনি তারা। ৪৫ দশমিক ৩ ওভারে ২৪৬ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *