বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত ও বাংলাদেশের অংশীদারিত্ব উভয় দেশের জনগণ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহের জন্য সুবিধা বয়ে এনেছে। সামনের দিকে অগ্রসর হতে এ সাফল্যসমূহ আমাদের আরও দূরদর্শী ও ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার প্রেরণা জোগাবে। সাহিত্য, সংগীত ও শিল্পকলায় আমাদের অভিন্ন ভালোবাসা আমাদের বন্ধনকে সুদৃঢ় করেছে।
ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর ‘রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল’-এ বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশন এ সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বক্তব্য রাখেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন পত্রিকার সম্পাদক, গণমাধ্যমকর্মী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সিভিল সোসাইটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও মিসেস মানু ভার্মা আমন্ত্রিক অতিথিদের শুভেচ্ছা জানান।
প্রণয় ভার্মা আরও বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চলাকালে যৌথভাবে ত্যাগের অবিস্মরণীয় ইতিহাস রচিত হয়েছে। সাহিত্য, সংগীত ও শিল্পকলায় আমাদের অভিন্ন ভালোবাসা আমাদের বন্ধনকে সুদৃঢ় করেছে। তিনি বলেন, একসঙ্গে আমরা আঞ্চলিক শৃঙ্খল, যৌথ ডিজিটাল ইকোসিস্টেম ও জ্বালানি করিডোর বিনির্মাণ করতে পারি। যা আমাদের উভয় অর্থনীতির উন্নয়ন করবে। একইসঙ্গে আমরা নিশ্চিত করতে পারি যে আমাদের অঞ্চলের জ্বালানির ভবিষ্যৎ হবে পরিচ্ছন্ন, সাশ্রয়ী ও নিরাপদ।
তিনি বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘ স্থায়ী অংশীদারিত্বের মূল্য পুনর্ব্যক্ত করছি এবং বাংলাদেশের জনগণের জন্য তাদের আগামীর যাত্রায় শান্তি, সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।